কমিটি নির্বাচন 2025

এতদ্বারা কাঞ্চনপুর এমরানিয়া দাখিল মাদ্রাসার ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী ও ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছি যে,যাহাদের অভিভাবক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হওয়ার জন্য ইচ্ছুক তাহাদের কে  আগামি 13/07/2025 ইং তারিখে রোজ রবিবার হতে 15/07/2025ইং তারিখ রোজ মঙ্গলবার  অফিস চলাকালিন সময়ের মধ্যে 2000 (দুই হাজার টাকা) দিয়ে  মনোনয়ন পত্র গ্রহণ করে তাহা পূরণ করে উক্ত তারিখের মধ্যে রিসিট সহ জমা দেওয়ার জন্য  নির্দেশ প্রদান করা গেল।

আদেশক্রমে,

সুপার

এতদ্বারা কাঞ্চনপুর এমরানিয়া দাখিল মাদ্রাসার

বরুড়া, কুমিল্লা।